ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
স্বপ্ন চালু করলো প্রথমবার সেলফ-চেকআউট কাউন্টার এসিআই ক্রপ কেয়ারের সম্মেলনে কৃষিক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা জুলাই শহীদদের স্মরণে শুক্রবার জাতীয় সেমিনার করবে জামায়াত দ্রুততম ৫ উইকেট শিকারের বিশ্ব রেকর্ড গড়লেন মহেশ যেভাবে হত্যা করা হয় বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুলকে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৯ সেপ্টেম্বর জাতীয় সরকার গঠন এবং নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় মাউশিতে বদলি বাণিজ্য ও ভূয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরি কেলেঙ্কারিতে নতুন সিন্ডিকেট অহিদের বিরুদ্ধে তদন্ত শুরু বিদায়ী ম্যাচে রাসেলের ব্যাটে ঝড়, তবুও হারল দল

জুলাই শহীদদের স্মরণে শুক্রবার জাতীয় সেমিনার করবে জামায়াত

#

নিজস্ব প্রতিবেদক

২৯ জুলাই, ২০২৫,  5:16 PM

news image

২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে জাতীয় সেমিনারের আয়োজন করছে জামায়াতে ইসলামী। আগামী ১ আগস্ট (শুক্রবার) জাতীয় প্রেস ক্লাবে এ সেমিনার অনুষ্ঠিত হবে।

‘জুলাই ২৪ এর গণঅভ্যুত্থান : প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক আলোচনা এবং ‘২য় স্বাধীনতার শহীদ যারা’ বইয়ের একাদশ ও দ্বাদশ খণ্ডের বাংলা ভার্সন এবং ১ম থেকে দ্বাদশ খণ্ডের ইংরেজি ভার্সনের মোড়ক উন্মোচন উপলক্ষ্যে এ আয়োজন করা হচ্ছে।

মঙ্গলবার (২৯ জুলাই) সকালে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে এ উপলক্ষ্যে জাতীয় সেমিনার বাস্তবায়ন কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন- বাস্তবায়ন কমিটির সদস্য সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন, ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক ও নাজিম উদ্দিন মোল্লা, ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি নূরুল ইসলাম সাদ্দাম।

বৈঠকে জাতীয় সেমিনার অনুষ্ঠানের বিভিন্ন দিক আলোচনা করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেওয়া হয় এবং ব্যাপকভাবে প্রচারের স্বার্থে অডিটোরিয়ামের ভেতরে ও বাইরে দুটি এলইডি স্ক্রিন এবং লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত গৃহীত হয়।

উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে আগামী ১ আগস্ট (শুক্রবার) সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে সেমিনারটি অনুষ্ঠিত হবে। জাতীয় নেতৃবৃন্দ ও ব্যক্তিবর্গ আলোচনায় অংশ নেবেন।

সম্পর্কিত
logo সম্পাদক ও প্রকাশকঃ মোঃ ইউনুস আলী