ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
স্বপ্ন চালু করলো প্রথমবার সেলফ-চেকআউট কাউন্টার এসিআই ক্রপ কেয়ারের সম্মেলনে কৃষিক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা জুলাই শহীদদের স্মরণে শুক্রবার জাতীয় সেমিনার করবে জামায়াত দ্রুততম ৫ উইকেট শিকারের বিশ্ব রেকর্ড গড়লেন মহেশ যেভাবে হত্যা করা হয় বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুলকে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৯ সেপ্টেম্বর জাতীয় সরকার গঠন এবং নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় মাউশিতে বদলি বাণিজ্য ও ভূয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরি কেলেঙ্কারিতে নতুন সিন্ডিকেট অহিদের বিরুদ্ধে তদন্ত শুরু বিদায়ী ম্যাচে রাসেলের ব্যাটে ঝড়, তবুও হারল দল

বিদায়ী ম্যাচে রাসেলের ব্যাটে ঝড়, তবুও হারল দল

#

স্পোর্টস ডেস্ক

২৪ জুলাই, ২০২৫,  2:03 PM

news image

ঘোষণা এসেছিল আগেই। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুটি টি-টোয়েন্টি খেলেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়ে রেখেছিলেন আন্দ্রে রাসেল। বিদায়বেলায় ব্যাট হাতে ঝড় তুললেও দলের জয় দিয়ে শেষটা রাঙাতে পারলেন না। 
পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে ৮ উইকেটের বড় জয় পেয়েছে অস্ট্রেলিয়া। আগে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ ১৭২ রানের সংগ্রহ পেয়েছিল। ২৮ বল হাতে রেখেই ৮ উইকেটের জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ক্যারিয়ারের শেষ ম্যাচে ১৫ বলে ৩৬ রান করেন রাসেল।
আজ (বুধবার) কিংস্টনে টস হেরে শুরুতে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানদের শুরুটা খারাপ ছিল না। হোপকে সাথে নিয়ে ব্রেন্ডন কিং গড়েন ৪৮ বলে ৬৩ রানের জুটি। ৩৬ বলে ৫১ রান করে আউট হন কিং। 
৬৩ রানে উদ্বোধনী জুটি ভাঙার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। ১৩ বলে ৯ রান করে সাজঘরে ফেরেন হোপ। নিজের আন্তর্জাতিক শেষ টি-টোয়েন্টি ম্যাচে খেলতে নেমে ঝড় তুলেছেন রাসেল। করেন ১৫ বলে ৩৬ রান। ২৪০ স্ট্রাইকরেটের ইনিংসে তিনি হাঁকান দুইটি চার ও চারটি ছক্কা। মোটি খেলেন ৯ বলে ১৮ রানের ইনিংস। ৮ উইকেটে ১৭২ রানের পুঁজি গড়ে ক্যারিবীয়রা। 
অস্ট্রেলিয়ার হয়ে উদ্বোধনীতে নেমে আবারও ব্যর্থ হলেন ম্যাক্সওয়েল। ১০ বলে ১২ রান করে সাজঘরে ফেরেন। অধিনায়ক মিচেল মার্শও সতীর্থের দেখানো পথে হাঁটলেন। ১৭ বলে ২১ রান করেন মার্শ। দলীয় ফিফটির আগেই দুই ওপেনারকে হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া।
এরপর দলের হাল ধরেন জস ইংলিস ও ক্যামেরন গ্রিন। গ্রিন ধীরে খেললেও ঝড়ো গতিতে খেলতে থাকেন ইংলিস। মাত্র ২২ বলে হাফ-সেঞ্চুরি হাঁকান ইংলিস। অস্ট্রেলিয়ার জন্যও ম্যাচটা সহজ হয়ে যায় একটা সময়। তৃতীয় উইকেটে ১৩১ রানের জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন ইংলিস ও গ্রিন জুটি। ইংলিস ৩৩ বলে ৭৮ রানের টর্নেডো ইনিংস খেলেন। গ্রিন করেন ৩২ বলে ৫৬ রান। 

logo সম্পাদক ও প্রকাশকঃ মোঃ ইউনুস আলী