ঢাকা সোমবার, ২০ মে, ২০২৪

মহেশপুরে জে এন্ড এস এগ্রোর ফ্রি মেডিকেল ক্যাম্প


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০-৪-২০২৪ রাত ৯:২০
ঝিনাইদহের মহেশপুর হানিফপুরে জে এন্ড এগ্রোর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার কোম্পানীর হানিফপুর অফিস প্রাঙ্গনে  ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-3 আসনের সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সালাহউদ্দিন মিয়াজী।
জানা গেছে, ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার স্বরুপপুর ইউনিয়নের হানিফপুর গ্রামে জে এন্ড এস এগ্রোর অফিস উদ্বোধন উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।  স্বরুপপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে  প্রধান অতিথি দেশের বাইরে থাকায় ভিডিও কলের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন। বিশেষ অতিথি ছিলেন,    মহেশপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, স্বরুপপুর ইউনিয়ন আওয়ামীলীগের সমন্বয়কারী আরিফ জাহাঙ্গীর, স্বরুপপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আসাদুজ্জামান দীপু, ফতেপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা শরিফুল ইসলাম ভুলন,  সাবেক ইউপি সদস্য আব্দুল আলিম, ইউপি সদস্য হাফিজুর, ইউপির ছাএলীগ সাবেক সভাপতি শবে মিরাজ,  সাবেক মেম্বার ইনামুল হক,  রহমান,কোম্পানীর ম্যানেজার  মাহাবুবুল ইসলাম, সহকারী ম্যানেজার আলামিন, প্রমুখ। ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা প্রদান করেন  ক্লিনিক্যাল এন্ড ইন্টারভেশনাল কার্ডি ওলজিস্ট জাহীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের ডা. মোস্তফা-আল-রাসেল। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন
 ডা: সুপ্রকাশ সরকার, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হ্রদরোগ বিশেষজ্ঞ ডা: শাহিদুল  ইসলাম।  সকাল 9টা থেকে বিকাল 5 টা পর্যন্ত মেডিকেল ক্যাম্পে এলাকার  5 শতাধিক হতদরিদ্র মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন। ফ্রি মেডিকেল ক্যাম্পে বিভিন্ন রোগের ফ্রি ঔষধ বিতরণ করা হয়। এলাকার হতদরিদ্র মানুষ ফ্রি চিকিৎসা সেবা প্রদান করায় জে এন্ড এস এগ্রোর উত্তোরত্তর সমৃদ্ধি কামনাসহ ভবিষ্যতে এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করার আহ্বান জানান। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক সেতু খাতুন ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কোম্পানীর চেয়ারম্যান,  বিশিষ্ট ব্যবসায়ী  ইঞ্জিনিয়ার জাহিউর রহমান।

এমএসএম / এমএসএম