ঢাকা সোমবার, ২০ মে, ২০২৪

বিসেফ ফাউন্ডেশনের উদ্যোগে

খাদ্য নিরাপদতা নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ যন্ত্রের গুরুত্ব শীর্ষক জাতীয় সেমিনার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-৪-২০২৪ দুপুর ৪:৫০



খাদ্য নিরাপদতা নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ যন্ত্রের গুরুত্ব শীর্ষক এক জাতীয় সেমিনার শনিবার বিকেলে ইন্টান্যাশনাল কনফারেন্সে সেন্টার বসুন্ধরা নবরাত্রি হলে অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান। সাবেক কৃষি সচিব ও বিসেফ ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ার ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট ফুড টেকনোলজিষ্ট ড. শ্রীকান্ত শীল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও বিসেফ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক রেজাউল করিম সিদ্দিক। সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (খাদ্য শিল্প ও খাদ্য উৎপাদন) ড. মোহাম্মদ শোয়েব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় পুষ্টি ও খাদ্য বিজ্ঞান অনুষদের পরিচালক অধ্যাপক খালেদা ইসলাম, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সাবেক সদস্য মো. রেজাউল করিম, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানী সেক্রেটারী এটিএম তাহমিদুজ্জামান, ডিবিসি নিউজ এর এডিটর প্রণব সাহা প্রমূখ। 
সেমিনারে বক্তারা বলেন, মানব স্বাস্থ্য ও সুস্থ্য জীবনের জন্য নিরাপদ ও পুষ্টি সমৃদ্ধ খাদ্য নিশ্চিতে খাদ্য প্রক্রিয়াজাতকরণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। খাদ্যে মাইক্রোবিয়াল বা অনুজীবীয় দুষণসহ অন্যান্য দুষণ ও সংক্রমণের ঝুঁকি হ্রাসে খাদ্য প্রক্রিয়াজাতকরণে যথাযথ প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা দরকার। এটা বলার অপেক্ষা রাখেনা যে, বর্তমান ও আগামীর বাস্তবতায় খাদ্য প্রক্রিয়াজাতকরণে প্রযুক্তি ও যন্ত্রের ব্যবহার বৃদ্ধি অবশ্যম্ভাবী। খাদ্য অপচয়রোধ এবং খাদ্য রপ্তানী ত্বরান্বিত করতে ও প্রক্রিয়াজাতকরণে আধুনিক যন্ত্রের ব্যবহার অনস্বীকার্য। সম্প্রতি বাংলাদেশে ভোক্তাদের কাছেও প্রক্রিয়াজাত বা প্যাকেটজাত খাদ্যের চাহিদা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। বক্তারা মনে করেন, খাদ্য প্রক্রিয়াজাতকরণে যন্ত্রের ব্যবহারকে দেখতে হবে খাদ্য নিরাপদতা ও পুষ্টিমান অক্ষুন্ন রাখার দৃষ্টিকোণ থেকে। বাহারী মোড়কের আড়ালে ভোক্তার নিরাপদ ও পুষ্টিকর খাদ্য প্রাপ্তির অধিকার যাতে অক্ষুন্ন থাকে সেটা নিশ্চিত করতে হবে। এর জন্য সরকারের পাশাপাশি বেসরকারী খাতকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সেমিনারে বক্তারা বর্তমান ও আগামী দিনে এ বিষয়ে প্রতিবন্ধকতা ও করনীয় তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন। 
জাতীয় এ সেমিনারে নিরাপদ খাদ্য বিষয়ক চিন্তাশীল ব্যক্তিবর্গ ও বিভিন্ন দেশ থেকে আগত কোম্পানী প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন।   

 

younus / younus

আমাদের মনের ল্যাবরেটরি পরিষ্কার করতে হবে: খাদ্যমন্ত্রী

ভারত কর্তৃক নিষেধাজ্ঞা প্রত্যাহারঃ পেঁয়াজ রপ্তানিতে

সভাপতি মুক্তাদির অনিক, সম্পাদক জাওহার ইকবাল

 লবণ উৎপাদনে ৬৩ বছরে রেকর্ড গড়ল বাংলাদেশ

সবার কল্যাণের নীতিতে ব্যবসা করবে বাংলা সিটি

খাদ্য নিরাপদতা নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ যন্ত্রের গুরুত্ব শীর্ষক জাতীয় সেমিনার

বোতলের সয়াবিন তেলের লিটার ১৬৭, খোলা ১৪৭

সবজি-পেঁয়াজের দাম কমলেও বেড়েছে মাছ-মাংসের দাম

আজ পবিত্র শবে কদর

ঈদের ছুটিতে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের প্রতি স্বাস্থ্য অধিদপ্তরে নির্দেশনা

কালের ছবি ও ফুড সেফটি মুভমেন্টের ইফতার অনুষ্ঠানে বক্তারা

শিশুদের ঘুম ভাল হয় যে সকল খাবারে

ঈদে ট্রেন যাত্রার চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু