ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

সাবাস বাংলাদেশ!

ধনেপাতার কেজি ৬০০-৮০০ টাকা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-১০-২০২৪ দুপুর ১২:১৭
  • সাবাস বাংলাদেশ!!!
  • ধনেপাতা কী বিদেশ থেকে আমদানী হয়!
  • এর দায় কার!
  • খুচরা দোকানীরাই এর জন্য দায়ী! এরা ১০ টাকায় কিনে ওটা ৪০-৫০ টাকায় বিক্রি করতে আগ্রহী!
  • বাজার মনিটরিং এর সাথে যারা জড়িত- তারাই প্রধানতঃ দায়ী!
  • সরকারকে ব্যবস্থা নিতে জোর অনুরোধ করছি!
  • অথচ এটা সহজেই বাসায়ও উৎপাদন করা যায়!
  • সকলকে এ বিষয়ে উদ্যোগ নিতে অনুরোধ করছি!

পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচসহ বাজরে সব সবজির দাম বাড়তে শুরু করেছে। কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৪০০ টাকায়। অপরদিকে কাঁচামরিচের দাম ৪০০ টাকাকে ডিঙিয়ে ধনেপাতা রেকর্ড গড়ে ফেলেছে। প্রতি কেজি ধনেপাতা বিক্রি হচ্ছে ৬০০ টাকায়, যা গত দুই দিন আগে শুক্রবার বিক্রি হয়েছে ৮০০ টাকা কেজি হিসেবে।

দিনাজপুরের সবচেয়ে বড় কাঁচাবাজার বাহাদুর বাজারের একাধিক সবজির দোকানে ঘুরে এই দাম জানা গেছে। গতকাল রবিবার দুপুরে বাহাদুর বাজারের সবজি ব্যবসায়ীরা ফুড সেফটি মুভমেন্টকে বলেন, আপনারা শুধু কাঁচামরিচের দাম নিয়ে ব্যস্ত হয়ে আছেন।

এদিকে ধনেপাতা বিক্রি হচ্ছে ৬০০-৮০০ টাকা কেজি। শুক্রবার বিক্রি হয়েছে ৮০০ টাকা কেজি।

আরেক সবজিবিক্রেতা আব্দুল আলিম বলেন, দাম বেশি হওয়ায় মানুষ ২৫ গ্রাম, ৫০ গ্রাম ১০০ গ্রাম করে ধনেপাতা কিনছেন।

ধনেপাতার চেহারাও ভালো না। আমদানি কম, তাই দাম বেশি।

younus / younus