ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

ট্রাম্পের জয়ে

চাপের মুখে বৈশ্বিক পণ্যবাজার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-১১-২০২৪ দুপুর ১০:৫৮

 

বিশ্বব্যাপী অপরিশোধিত জ্বালানি তেল রফতানিতে উল্লেখযোগ্য হিস্যা রয়েছে ইরানের। খাতসংশ্লিষ্টদের ধারণা, ট্রাম্প প্রশাসন দেশটির জ্বালানি তেল রফতানির ওপর নিষেধাজ্ঞা আরো কঠোর করতে পারে। ফলে বিশ্বব্যাপী পণ্যটির সরবরাহ বিঘ্ন ঘটতে পারে।

প্রাথমিক ফলাফল অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য বিজয়ী ডোনাল্ড ট্রাম্প। তার জয়ে চাপের মুখে রয়েছে বৈশ্বিক পণ্যবাজার। অপরিশোধিত জ্বালানি তেল, ধাতু ও খাদ্যশস্যসহ অন্যান্য পণ্যসামগ্রীর দাম আজ কমেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্স জানায়, আজ বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেল ও সয়াবিনের দাম প্রায় ১ দশমিক ৫ শতাংশ কমেছে। অন্যদিকে ডলারের বিনিময় হার বেড়ে যাওয়ায় চাপে রয়েছে এশিয়ার বাজার। এ সময় তামার দাম কমেছে ২ শতাংশের বেশি।

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম গত কয়েক দিন ধরে ঊর্ধ্বমুখী ধারা বজায় রেখেছিল। তবে আজ স্থিতিশীল ছিল মূল্যবান ধাতুটির দাম।

এ বিষয়ে স্যাক্সে ব্যাংকের কমোডিটি স্ট্র্যাটেজির প্রধান ওলে হ্যানসেন রয়টার্সকে বলেন, ‘আজকের বৈশ্বিক পণ্যবাজারের পরিস্থিতি মার্কিন ভোট গণনা ও ট্রাম্পের বিজয়ের পক্ষে প্রাথমিক ফলাফলের প্রথম প্রতিক্রিয়া। নির্বাচনে ট্রাম্প জয়ী হলে চীনা পণ্যের ওপর শুল্ক বাড়তে পারে। দেশটি তামা, লোহা ও ইস্পাতের শীর্ষ ব্যবহারকারী হওয়ায় তা নেতিবাচক। শুল্ক বাড়লে তা চাহিদার ওপর প্রভাব ফেলে। এ আশঙ্কায় এরই মধ্যে জ্বালানি তেলের দাম নিম্নমুখী হয়েছে।’

এর আগে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ উৎপাদনকে ত্বরান্বিত করতে চীনা পণ্যের ওপর ৬০ শতাংশ শুল্ক আরোপের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাই তিনি জয়ী হলে বিপদে পড়তে পারে চীনের শিল্প ধাতু ও ইস্পাত খাত।

এ বিষয়ে লাংগে স্টিল রিসার্চ সেন্টারের ডেপুটি ডিরেক্টর গে শিন বলেন, ‘নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হলে চীনে ইস্পাতের দাম আরো কমবে। ফলে দেশটির অভ্যন্তরীণ কোম্পানিগুলো আরো ক্ষতির মুখোমুখি হতে পারে।’

বিশ্বব্যাপী অপরিশোধিত জ্বালানি তেল রফতানিতে উল্লেখযোগ্য হিস্যা রয়েছে ইরানের। খাতসংশ্লিষ্টদের ধারণা, ট্রাম্প প্রশাসন দেশটির জ্বালানি তেল রফতানির ওপর নিষেধাজ্ঞা আরো কঠোর করতে পারে। ফলে বিশ্বব্যাপী পণ্যটির সরবরাহ বিঘ্ন ঘটতে পারে।

এমএসটি মার্কির সিনিয়র এনার্জি অ্যানালিস্ট সাউল কাওনিক বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে একটি কঠোর সামরিক অবস্থান গ্রহণের জন্য ইসরায়েলকে সমর্থন জানাতে পারেন। এটি জ্বালানি তেলের সরবরাহে বিঘ্ন তৈরি করতে পারে।’

যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি সয়াবিন রফতানি করে থাকে চীনে। বিশ্লেষকদের মতে, ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলে কৃষি খাতও কিছু সমস্যার মুখোমুখি হতে পারে। চীনা পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপ করলে যুক্তরাষ্ট্রের সয়াবিনের ওপরও পাল্টা শুল্ক আরোপ করতে পারে চীন।

স্বর্ণের দাম আজ স্থিতিশীল ছিল। সাধারণত ভূরাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তায় স্বর্ণ একটি নিরাপদ বিনিয়োগ খাত হিসেবে বিবেচিত হয়। সুদের হার কমে গেলে মূল্যবান ধাতুটির দাম বেড়ে যায়।

সিটি ইনডেক্সের সিনিয়র বিশ্লেষক ম্যাট সিম্পসন বলেন, ‘মূল্যবান ধাতুটির দাম কোনো কারণে কমে গেলেও তা সাময়িক হবে। ট্রাম্প প্রশাসনের যাত্রার শুরুতেও স্বর্ণ খাতে বিনিয়োগ অব্যাহত থাকবে।’

younus / younus