গাজীপুরের ৮৩৬ বস্তা কাঁচামরিচ এক কোল্ড স্টোরেজ থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় কোল্ড স্টোরেজের ম্যানেজারকে অর্থদণ্ড করা হয়। জব্দকৃত কাঁচামরিচগুলো বুধবারের মধ্যে বাজারে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।
সদর উপজেলার জয়দেবপুর থানার রাজেন্দ্রপুর চৌরাস্তার বিকে বাড়ি রোডের গ্রীন গোল্ড পলেষ্টার নামের কোল্ড স্টোরেজ থেকে ওই কাঁচা-মরিচ উদ্ধার করা হয়। বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর-গাজীপুর এর সহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম।ওই কর্মকর্তা জানান, রাজেন্দ্রপুর চৌরাস্তার গ্রীন গোল্ড পলেষ্টার নামের কোল্ডস্টোরেজে বিপুল পরিমাণ কাঁচামরিচ অবৈধভাবে সংরক্ষণ করে রাখা হয়েছে।
এ গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর-গাজীপুর এর সহকারী পরিচালক শরীফুল ইসলামের নেতৃত্বে একটি টিম সেখানে অভিযান চালিয়ে ৮৩৬ বস্তায় ভর্তি ৩৬ হাজার ১৯৮কেজি কাঁচামরিচ জব্দ করে।
অভিযানকালে লেফটেন্যান্ট আজমাইন এর নেতৃত্বে রাজেন্দ্রপুর সেনানিবাসের একটি সেনাদল ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।